ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কামাল লোহানীর মৃত্যুতে সংসদ উপনেতার শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুন ২০, ২০২০
কামাল লোহানীর মৃত্যুতে সংসদ উপনেতার শোক

ঢাকা: সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ও খ্যাতিমান সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

শনিবার (২০ জুন) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কামাল লোহানী। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

শোকবার্তায় সংসদ উপনতা বলেন, একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে।

সংসদ উপনেতা তার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুন ২০, ২০২০
এসকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।