ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

করোনা মোকাবিলায় যশোর শিক্ষা বোর্ডের অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৪, জুন ২৩, ২০২০
করোনা মোকাবিলায় যশোর শিক্ষা বোর্ডের অনুদান

যশোর: করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় যশোর জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে আট লাখ টাকা অনুদান দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর।

সোমবার (২২ জুন) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের কাছে এই অর্থের চেক হস্তান্তর করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সহযোগিতায় শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে গঠিত ‘করোনা তহবিল’ থেকে এ অর্থ প্রদান করা হয়।

জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- বোর্ডের সচিব প্রফেসর এএমএইচ আলি আর রেজা এবং অফিস কর্মকর্তা আব্দুল মান্নান।

দেশের এ ক্রান্তিকালে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর সরকারী কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন, পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের পুরো বৈশাখী ভাতা দিয়ে ত্রাণ বিতরণ করেছে শিক্ষাবোর্ড।

বাংলাদেশ সময়: ০৬২৪ ঘণ্টা, জুন ২৩, ২০২০
ইউজি/এইচএমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।