মঙ্গলবার (২৩ জুন) জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের কাছে লিখিত অভিযোগ করেন ক্রেতা আমিনুল ইসলাম। পরে ক্রেতার আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ফার্মেসির মালিক অসীম মালাকারকে ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ে ডেকে এনে দু’পক্ষের বক্তব্য শোনেন সহকারী পরিচালক আল-আমিন।
এ সময় আইডিয়াল ফার্মেসির মালিক অসীম পাঁচ টাকার সিরিঞ্জ ১০ টাকায় বিক্রি করার কথা স্বীকার করেন। অভিযুক্ত ফার্মেসির মালিক অসীমকে সিরিঞ্জের দাম বেশি রাখার অপরাধে চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে অসীম জরিমানার টাকা পরিশোধ করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন বাংলানিউজকে বলেন, আইন অনুযায়ী জরিমানা আদায়ের ২৫ শতাংশ (এক হাজার) টাকা অভিযোগকারী আমিনুলকে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুন ২৩, ২০২০
বিবিবি/আরআইএস/