ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মাসেতু প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠানে চাঁদা দাবি, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০২০
পদ্মাসেতু প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠানে চাঁদা দাবি, আটক ২

ঢাকা: পদ্মাসেতুর রেল প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান এরশাদ গ্রুপের কার্যালয়ে চাঁদা নিতে গেলে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- মাকসুদ বাবুল মোল্লা (৪৫) ও আবু তালেব লালু (৩১)।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর কলাবাগানে নাসির ট্রেড সেন্টারের এরশাদ গ্রুপের কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। মঙ্গলবার প্রতিষ্ঠানটির কার্যালয়ে এসে চাঁদা দাবি করে অস্ত্র দেখিয়ে ভীতিপ্রদর্শন করায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বাংলানিউজকে জানান, এরশাদ গ্রুপের চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে দুইজনকে থানায় আনা হয়েছে। তবে তাদের কাছে থাকা অস্ত্রের লাইসেন্স রয়েছে। আটকদের বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্রের মুখে জিম্মির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

জানা গেছে, এরশাদ গ্রুপ পদ্মাসেতু প্রকল্পে দীর্ঘদিন ধরে পাথর সরবরাহ করছে। এছাড়া পদ্মাসেতুর রেল প্রকল্পের কাজ পেয়েছে প্রতিষ্ঠানটি। এ রেলের জন্য দুবাই থেকে আমদানি করা পাথর আনা হয়েছে।

গত ২ জুন কুতুবদিয়াতে বড় জাহাজে পাথর আনা হয়। সেখান থেকে ছোট লাইটার জাহাজে প্রকল্প এলাকাতে পাথর নেওয়া হচ্ছে। তবে ২১টি লাইটার জাহাজ প্রকল্প এলাকা শরীয়তপুর জাজিরা পয়েন্টে নদীর ওপর প্রায় ২১ দিন যাবৎ ভাসমান অবস্থায় আছে। পাথর নামাতে গেলে কিছু লোকজন বাধা দিচ্ছে এবং ৫০ লাখ টাকা দাবি করছে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।