ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিচারককের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, জুন ২৫, ২০২০
বিচারককের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

ঢাকা: লালমনিরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ফেরদৗস আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

বৃহস্পতিবার (২৫ জুন) এক শোক বার্তায় প্রয়াত বিচারক মো. ফেরদৌস আহমেদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, প্রয়াত ফেরদৌস আহমেদ লালমনিরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সততা ও বিশ্বস্ততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।  

তিনি আরো বলেন, প্রয়াত ফেরদৌস আহমেদ দীর্ঘদিন বেঁচে থাকবেন তার পূণ্যময় কীর্তির মাঝে।

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, জুন ২৫, ২০২০
এসএমএকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।