ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুন ২৬, ২০২০
নওগাঁয় ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা আটক

নওগাঁ: নওগাঁ সদর উপজেলা থেকে ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। 

শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার বাইপাস তালতলি এলাকায় তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- ওই উপজেলার বোয়ালিয়া গ্রামের প্রামাণিকপাড়ার আশরাফুল ইসলাম (৩৫) ও একই উপজেলার শেখপুরা গ্রামের উত্তরপাড়ার মিঠু (৩৮)।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতা আশরাফুল ও মিঠুকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১৭ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।