শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামেক হাসপাতালে এ ঘটনা ঘটে।
পারভেজ নামে ওই ব্যবসায়ীর বাড়ি রাজশাহী মহানগরের সাগরপাড়া বটতলা এলাকায়।
স্বজনরা জানান, পারভেজের এতদিন জ্বর থাকলেও তার করোনা পরীক্ষা করা হয়নি। শুক্রবার বিকেলে তার শ্বাসকষ্ট শুরু হয়। তাই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল।
কিন্তু হাসপাতালে পৌঁছার পর জরুরি বিভাগে নেমেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ জরুরি বিভাগের বাইরে এক কোণে রাখা হয়। এছাড়া মরদেহ নিয়ে যাওয়ার জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে খবর দেওয়া হয়। রাত সাড়ে ৯টার পর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ থেকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
জানতে চাইলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার (ইএমও) ডা. বেলাল হোসেন নাম-ঠিকানা নিশ্চিত করলেও ওই ব্যবসায়ীর মৃত্যুর ব্যাপারে বিস্তারিত কোনো বক্তব্য দিতে রাজি হননি। এজন্য মৃত্যুর পর ব্যবসায়ী পারভেজের মরদেহ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে কিনা তা শেষ পর্যন্ত জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, জুন ২৬, ২০২০
এসএস/এএ