ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেনবাগে বিদ্যুস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, জুন ২৭, ২০২০
সেনবাগে বিদ্যুস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

নোয়াখালী:  নোয়াখালীর সেনবাগ পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদুর রহমান ভূঁইয়া সেন্টু (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। ঘরের মধ্যে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড অর্জুনতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদুর রহমান ভূঁইয়া সেন্টু ওই গ্রামের আবুল হাসেম ভূঁইয়ার ছেলে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় কাউন্সিলর খোরশেদ আলম জানান, রাতে নিজ ঘরে কাজ করছিলেন সেন্টু। এসময় বিদ্যুতের ফ্যানের সুইচ দেওয়ার সময় অসাবধানতাবশত লিকেজ তারের সঙ্গে লেগে বিদ্যুস্পৃষ্ট হয়ে আহত হন।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি এক ছেলে এক মেয়ের জনক।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, জুন ২৭, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ