ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ব্রেন স্ট্রোক করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর স্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, জুন ২৮, ২০২০
ব্রেন স্ট্রোক করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর স্ত্রী

ঢাকা: করোনা আক্রান্ত হয়েছে চিকিৎসাধীন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু ব্রেন স্ট্রোক করেছেন। এরপর থেকেই তার অবস্থা শঙ্কটাপন্ন।

শনিবার (২৮ জুন) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মন্ত্রীর স্ত্রীর ব্রেন স্ট্রোক হয়। বিষয়টি বাংলানিউজকে জানান মন্ত্রীর পিএ ফারুক হোসেন।

১৩ জুন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। পরে আ ক ম মোজাম্মেল হক সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও স্ত্রী এখনো চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এসকে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।