ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণির কর্মচারীর পদমর্যাদা দেওয়া হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুন ২৮, ২০২০
গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণির কর্মচারীর পদমর্যাদা দেওয়া হবে গ্রাম পুলিশের সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখছেন জুনাইদ আহমেদ পলক

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, গ্রাম পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছেন। তৃণমূল পর্যায়ে তাদের যথেষ্ট শ্রম রয়েছে। বর্তমান সরকার তাদের কষ্টের কথা ভেবে বেতন-ভাতা প্রায় দ্বিগুণ করেছে। আগামীতে গ্রাম পুলিশের মর্যাদা চতুর্থ শ্রেণির কর্মচারীর পদমর্যাদায় উন্নীত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে নাটোরের সিংড়া উপজেলায় ১২টি ইউনিয়নের ১০২ জন গ্রাম পুলিশ সদস্যকে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী এডিবির অর্থায়নে ২০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং দর্জি প্রশিক্ষণপ্রাপ্ত ৩৫ জন নারীকে সেলাই মেশিন প্রদান করেন।

নিজেই বাইসাইকেল চালিয়ে উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রামে যোগ দেন জুনাইদ আহমেদ পলকসিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানুর সভাপতিত্বে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, করোনার দুর্যোগে সরকার, সকল দপ্তর, সাংবাদিক, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীর পাশাপাশি গ্রাম পুলিশদের অবদান রয়েছে।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা, সিংড়া প্রেসক্লাব সভাপতি এমরান আলী রানা, মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদসহ বিভিন্ন মিডিয়া ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল প্রদান শেষে নিজেই বাইসাইকেল চালিয়ে উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রামে যোগ দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।