সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে পৌরসভার ইটাগাছা-কামালনগর এলাকার শতাধিক মানুষ জলাবদ্ধতার ওপর দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে সাতক্ষীরা পৌরবাসী।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা, কামালনগর, বদ্দিপুর, পুরাতন সাতক্ষীরা, ঘুড্ডিরডাঙ্গি, রসুলপুর, মেহেদিবাগ, বকচরা, সরদারপাড়া, পলাশপোলসহ জেলার বিস্তীর্ণ এলাকা এখন জলাবদ্ধ। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অবৈধ খাল দখল, নদী ভরাটের কারণে বন্ধ হয়ে গেছে পানি অপসারণ ব্যবস্থা। ফলে গত কয়েকদিনের সামান্য বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে পুরো এলাকা। জলাবদ্ধতা নিরসনে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে ও নাগরিক নেতা আলী নূর খান বাবুলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহিম, নাগরিক নেতা অধ্যক্ষ আব্দুল হামিদ, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, মাধাব চন্দ্র দত্ত, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, আনোয়ার জাহিদ তপন, শেখ ওবায়দুস সুলতান বাবলু, অধ্যাপক ইদ্রিস আলী, নারী নেত্রী লাইলা পারভীন সেজুতি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এসআরএস