ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় চার গুণী ব্যক্তি ও ১৩৩ মেধাবীকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
আখাউড়ায় চার গুণী ব্যক্তি ও ১৩৩ মেধাবীকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চার গুণী ব্যক্তি ও ১৩৩ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ‘গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠন।  

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাণীখার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০২০-২৪ সালের মধ্যে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে সাবেক গণপরিষদ সদস্য প্রয়াত সৈয়দ একেএম এমদাদুল বারীকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়। তিনি রাণীখারে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ পাঁচটি প্রতিষ্ঠান স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়া গ্রামে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক মো. মুজিবুর রহমান আজাদকে সম্মাননা দেওয়া হয়। মরণোত্তর সম্মাননা পেয়েছেন শেখ মো. ফজলুল হক ও তাজুল ইসলাম চৌধুরী।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এজেডএম আরিফ হোসেন।  

সভাপতিত্ব করেন রাণীখার গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (বিশেষ শিক্ষা) মো. তারিকুল ইসলাম।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা জেলা কমান্ডার মোহাম্মদ মোস্তাক আহমদ এবং ট্রিমকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।  

সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক মো. আবদুর রউফ ভূঞা জানান, এ বছর মোট চারজন গুণী ব্যক্তিকে ও ১৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।  

তিনি আরও জানান, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এবং এলাকার শিক্ষা ও উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।