ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মন্ত্রী পত্নী ও সচিবের মৃত্যুতে বসুন্ধরা চেয়ারম্যানের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুন ২৯, ২০২০
মন্ত্রী পত্নী ও সচিবের মৃত্যুতে বসুন্ধরা চেয়ারম্যানের শোক

ঢাকা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু ও প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। 

সোমবার (২৯ জুন) এক শোক বার্তায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, প্রার্থনা করছি পরিবারের সদস্যরা এ শোক কাটিয়ে উঠবেন।

সোমবার সকাল পৌনে আটটায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় লায়লা আরজুমান্দ বানু মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...ইলাইহি রাজিউন)।

এদিকে, সোমবার সকাল সাড়ে ৯টায় সিএমএইচয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুন ২৯, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।