ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনার রেড জোনে মুদি দোকান বন্ধ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুন ২৯, ২০২০
খুলনার রেড জোনে মুদি দোকান বন্ধ 

খুলনা: খুলনায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রেড জোনে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া মুদি দোকানসহ সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২৬ জুন থেকে খুলনা সিটি করপোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নকে রেড জোন হিসেবে চিহ্নিত করে দোকানপাট, শপিংমল, যান চলাচল ও জনসাধারণের চলাচলের উপর বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছিল। আগে জারি করা শর্ত বলবৎ থাকার পাশাপাশি রেড জোনে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া অন্য সব দোকানপাট বন্ধ থাকবে।



জনস্বার্থে জারি করা এ আদেশ মঙ্গলবার (৩০ জুন) থেকে কার্যকর হবে। জনসাধারণ, ক্রেতা, বিক্রেতা ও ব্যবসা প্রতিষ্ঠানকে এই নির্দেশনা মেনে চলার জন্য খুলনা জেলা প্রশাসন সোমবার (২৯ জুন) বিজ্ঞপ্তি জারি করেছে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।