মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জেলার রাজৈর উপজেলার নুরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিউল ওই গ্রামের রতন মিয়ার ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে মাদারীপুর র্যাব-৮ এর একটি দল অভিযান চালায় রবিউলের বাড়িতে। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিউলের বিরুদ্ধে ঢাকার বনানী ও পল্টন থানায় মানবপাচার দমন আইনে আলাদা দুটি মামলা রয়েছে। মামলা দুটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।
গ্রেফতার রবিউলকে রাজধানীর সিআইডির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাদারীপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. তাজুল ইসলাম জানান, রবিউল যুবকদের লিবিয়া হয়ে ইতালি নেওয়ার কথা বলে জিম্মি করে টাকা নেওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জুন ৩০, ২০২০
আরএ