পণ্য বিক্রির সময় মূল্য নিয়ে ওই দেশের কাস্টমারের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পাশ্ববর্তী ব্যবসায়ীদের ধারণা।
মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে সাউথ লেনাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত পরিবারের বরাত দিয়ে মোহাম্মদ ইউছুফ নামে তার এক প্রতিবেশি জানান, দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে কবিরহাট বাজারে মুভিস্টার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল কামরুলের। পরবর্তীতে জীবিকার তাগিদে গত ৪-৫ বছর আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তিনি যান। পরে সাউথ লেনাসিয়া এলাকায় নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। ৩০ জুন রাতে একদল সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এলোপাতাড়ি গুলি করে। এসময় কামরুল দৌঁড়ে দোকানের ভেতরে গেলে সেখানে ঢুকে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
মৃত কামরুলের স্ত্রী সন্তানরা বর্তমানে কুমিল্লায় থাকেন বলেও জানান তার এই আত্মীয়।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
এনটি