শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় শহরের খাজুরা বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি প্রাইভেটকার থেকে তাদের আটক ও ডলার জব্দ করা হয়।
আটকৃতরা হলেন, যশোরের বেনাপোলের বালুন্ডা গ্রামের ইয়াসিন সরকারের ছেলে শাহ আলম (৩৫), রামচন্দ্রপুর গ্রামের আবদুস সালামের ছেলে মাসুদ রানা (২৮), গাজীপুর গ্রামের আবদুল বারীর ছেলে জাকির হোসেন (৩৬)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ দল বেনাপোল সীমান্ত হতে যশোর হয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকারবাহী চোরাচালানী দলকে আটক করতে সক্ষম হয়। তখন ১ লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ তিন হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারির সঙ্গে দীর্ঘদিন যাবত জড়িত বলে স্বীকার করেছেন। হুন্ডিসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
ইউজি/জেআইএম