ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে মনিরা বেগম (৪০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। 

মৃত মনিরা বেগম উপজেলার ১১১ নম্বর পূর্ব ঘটি চোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫-৬ দিন আগে ওই শিক্ষিকার জ্বর ও সর্দি-কাশি দেখা দেয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন সকাল ৯টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।  

তিন সন্তানের জননী ওই স্কুল শিক্ষিকা  উপজেলার সবুজ নগর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান জানান, ওই স্কুল শিক্ষিকার করোনার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।