ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে শ্রমিক নেতাকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
সিলেটে শ্রমিক নেতাকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে বিক্ষোভ

সিলেট: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি ইকবাল হোসেন রিপনকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া দুর্বৃত্তের হামলায় বাবলা নামে এক যুবলীগ নেতা আহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে এ ঘটনা ঘটে। ইকবাল হোসেন রিপন দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার আবুল হোসেনের ছেলে।

 

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা্ (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে বলেন, অতর্কিতভাবে হামলা চালিয়ে সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি ইকবাল হোসেন রিপনকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা হত্যা করেছে। নেপথ্যের কারণ কি? এ বিষয়ে এখনই কিছুই বলা যাচ্ছে না।

এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসে ওঠেছেন ট্যাংকলরি শ্রমিকরা। ঘটনার পরপরেই তারা লাঠি হাতে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। এসময় সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। রাত পৌনে ১২ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।