ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদুল আজহাকে সামনে রেখে পাঁচ দফা দাবি মাংস ব্যবসায়ী সমিতির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
ঈদুল আজহাকে সামনে রেখে পাঁচ দফা দাবি মাংস ব্যবসায়ী সমিতির

ঢাকা: কোরবানির ঈদকে সামনে রেখে পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি। 

শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে মাংস ব্যবসায়ীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি পেশ করেন সংগঠনটির মহাসচিব রবিউল আলম।

রবিউল আলম জানান, ‌পয়তাল্লিশ বছরের ইতিহাসে রমজানে মাংসের মূল্য নির্ধারণ হয়নি।

এর কারণ মেয়রদের অসহযোগিতা ও গরুর হাটের ইজারাদারের অতিরিক্ত খাজনা আদায়ের প্রবণতা। সরকারের ভুল সিদ্ধান্তের কারণে চামড়া খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, লাগামাহীন হচ্ছে মাংসের বাজার।

সংবাদ সম্মেলনে সরকারের কাছে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ভারত, মিয়ানমারের গরু-মহিষের মাংস বাংলাদেশে প্রবেশ বন্ধ করা, চামড়া শিল্প উন্নয়ন ও রফতানির ছাড়পত্রের জন্য সিইটিপি পরিপূর্ণ করা, কোরবানির কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করা, মাংস শ্রমিকদের প্রশিক্ষণ এবং সরকার নির্ধারিত গরুর হাটের খাজনা আদায় বাস্তবায়ন করা।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
এসএমএকে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।