ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাহেদকে নিয়ে ঢাকায় পৌঁছেছে র‌্যাবের আভিযানিক দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
সাহেদকে নিয়ে ঢাকায় পৌঁছেছে র‌্যাবের আভিযানিক দল

ঢাকা: করোনা চিকিৎসার নামে ‘মহাপ্রতারণা’র দায়ে র‌্যাবের হাতে গ্রেফতার মো. সাহেদকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ভোরে র‌্যাবের বিশেষ অভিযানে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সকাল ৯টায় সাহেদকে নিয়ে হেলিকপ্টারটি ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে এসে পৌঁছায়।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার জানান, তাকে এখন সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে সাতক্ষীরা থেকে র‌্যাবের আভিযানিক দলের সঙ্গে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে।

** সাহেদকে হেলিকপ্টারে আনা হচ্ছে ঢাকায়
** ‘মহাপ্রতারক’ সাহেদ অস্ত্রসহ গ্রেফতার

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।