ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোহনপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
মোহনপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলার চাঁদপুর গ্রামে মোক্তার আলী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (১৭ জুলাই) সকালে বাড়ির অদূরে থাকা বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

নিহত মোক্তার চাঁদপুর গ্রামের জয়নাল আলীর ছেলে। সে স্থানীয় বসন্তকেদার উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

এদিকে খবর পেয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ ও পুলিশ পরিদর্শক খালেদুর রহমান তার সঙ্গে ছিলেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত মোক্তারের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহত মোক্তারের বাবা জয়নাল হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।