ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভুয়া নিয়োগপত্রে সম্পদের পাহাড়, গোয়েন্দা জালে প্রতারক খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
ভুয়া নিয়োগপত্রে সম্পদের পাহাড়, গোয়েন্দা জালে প্রতারক খোকন

হবিগঞ্জ: ভুয়া নিয়োগপত্রে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে যুবকদের সঙ্গে প্রতারণা করে হয়েছেন বিশাল সম্পদের মালিক। শুধু বাড়ি নির্মাণেই ব্যয় করেছেন প্রায় ৪০ লাখ টাকা। লোক ঠকিয়ে করেছেন নানান অপকর্ম। শেষ পর্যন্ত সেই প্রতারক দেলোয়ার হোসেন খোকনকে (৩০) আটক করেছে এনএসআই।

শুক্রবার (১৭ জুলাই) রাত সোয়া দশটায় ওই প্রতারককে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন এনএসআই হবিগঞ্জের উপ-পরিচালক মো. আজমুল হোসেন।  

এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে হবিগঞ্জ ডিবি পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।

খোকন মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামের আবুল হোসেনের ছেলে।

উপ-পরিচালক আজমুল হোসেন বাংলানিউজকে জানান, খোকনের কাছ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্লার্ক পদে চাকরির একটি ভুয়া নিয়োগপত্র এবং নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করবে ডিবি পুলিশ। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্যও আবেদন করা হতে পারে।
 
তিনি আরও জানান, বেশ কিছুদিন আগে চার লাখ টাকার বিনিময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্লার্ক পদে এক যুবককে চাকরি দেওয়ার প্রলোভন দেখান খোকন। তখন হাতিয়ে নেন ৩০ হাজার টাকা। বাকি টাকা দেওয়ার কথা হয় চাকরির হওয়ার পর। সেই মোতাবেক বৃহস্পতিবার রাতে চাকরিপ্রত্যাশী যুবকের এক অভিভাবককে খবর দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন খোকন। হাতে তুলে দেন একটি ভুয়া নিয়োগপত্র। এসময় ডিবি পুলিশ ও এনএসআই’র একটি টিম সেখানে উপস্থিত হয়ে তাকে হাতেনাতে আটক করে।

এনএসআই হবিগঞ্জের উপ-পরিচালক আরও জানান, শিক্ষিত যুবকদের প্রতারণার ফাঁদে ফেলে টাকা অর্জনই খোকনের কাজ। প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। একই অপরাধে ইতোপূর্বে একাধিকবার জেল খেটেছেন খোকন।

হবিগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মানিকুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রতারক খোকনকে আটক করা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশে সময়: ০১৩২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।