আটকরা হলেন- মনিরুজ্জামান (৪২) ও জান্নাতুল ফেরদৌস (২৫)। তবে সেল বিডি.কম ও বিডি এক্সপ্রেস.কম এর মালিক অনলাইনে প্রতারণার মূল হোতা আশিক বিল্লা অভিযানের আগেই পালিয়ে যান।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর ইস্টার্ন প্লাজায় সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালানো হয়। র্যাব-২ (সিপিসি-১) এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. সাইফুল মালিক অভিযানে নেতৃত্ব দেন।
র্যাব জানায়, একটি প্রতারক চক্র অনলাইনে দামি মোবাইলের লোভনীয় বিজ্ঞাপন দিতো। ক্রেতারা অর্ডার করে টাকা পাঠালে কুরিয়ার সার্ভিসে পাঠানো হতো মোবাইল ফোন। ভুক্তভোগীরা ফোনের প্যাকেট খুলে দেখতেন ডামি বা খেলনা মোবাইল। এরকম বেশ কিছু অভিযোগের ভিত্তিতে শুক্রবার ইস্টার্ন প্লাজার সপ্তম তলায় অভিযান চালানো হয়। পরে ইস্টার্ন প্লাজার পেছনের রোডে একটি বাড়িতে অভিযান চলে।
র্যাব-২ এর কর্মকর্তা সাইফুল মালিক বাংলানিউজকে বলেন, আমাদের কাছে ভুক্তভোগীরা অভিযোগ করলে আমরা নিজেরাও ফোনের অর্ডার করি। আমাদেরও খেলনা বা ডামি মোবাইল পাঠানো হয়। এরপর থেকে চক্রটিকে গোয়েন্দা নজরদারিতে রাখি। কিন্তু তারা যে ঠিকানা ব্যবহার করেছে, সে ঠিকানাও ভুয়া। এরপর আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অফিস ও বাসার ঠিকানা বের করে অভিযান পরিচালনা করি। সেখান থেকে দু’জনকে আটক করি।
অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
এসময় ৩৩৩টি ডামি মোবাইল, ৬৫০টি মোবাইল কাভার, তিনটি মনিটর, তিনটি সিপিইউ, মোবাইল চার্জার ১৭০টি, সিম কার্ড ৬৫টি, একটি ল্যাপটপ ও নগদ এক লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়।
সাইফুল মালিক বলেন, চক্রটির মূল হোতা আশিক বিল্লাকে ধরার জন্য অভিযান অব্যাহত।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এমএমআই/এমআইএইচ/এএ