ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিটফোর্ডে ভেজাল ওষুধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
মিটফোর্ডে ভেজাল ওষুধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলছে

ঢাকা: রাজধানীর মিটফোর্ড এলাকায় ভেজাল ও অননুমোদিত ওষুধের মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

বাংলানিউজকে তিনি বলেন, নকল, ভেজাল এবং অননুমোদিত ওষুধ মজুত করে বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মিটফোর্ডের আলী চেয়ারম্যান মেডিসিন মার্কেটে অভিযান চালানো হচ্ছে।

এখন পর্যন্ত বেশকিছু ওষুধ জব্দ করা হয়েছে।

অভিযান চলছে, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
পিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।