ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদুল আজহায় ট্রেন বাড়ছে না: রেলপথমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
ঈদুল আজহায় ট্রেন বাড়ছে না: রেলপথমন্ত্রী রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

ঢাকা: ঈদুল আজহায় ট্রেন বাড়ছে না বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

মন্ত্রী বলেন, ‘ঈদুল আজহায় ট্রেন বাড়‌ছে না। যেভা‌বে এখন চল‌ছে সেভা‌বে চল‌বে।

শনিবার (১৮ জুলাই) ট্রেনযোগে বিমানবন্দর, জয়দেবপুর, টঙ্গী ও নরসিংদী রেল স্টেশন পরিদর্শন শেষে এসব কথা ব‌লেন মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ‘টি‌কিট ছাড়া যাত্রীরা যা‌তে স্টেশ‌নে প্রবেশ কর‌তে না পা‌রে, সেটি নিয়ন্ত্রণের জন্য (এক্সেস ক‌ন্ট্রোল) দে‌শের বড় স্টেশ‌নগু‌লো‌তে বেড়া নির্মাণ প্রক‌ল্পের কাজ চল‌ছে। ’

তিনি বলেন, ‘ঢাকা থে‌কে টঙ্গী পর্যন্ত চতুর্থ লাইন ও টঙ্গী থে‌কে জয়‌দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চল‌ছে। ডাবল লাইনের কাজ শেষ হ‌লে ঢাকার ম‌ধ্যে অধিক সংখ্যক ট্রেন চালা‌নো যা‌বে। ’

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সে‌লিম রেজা, বাংলা‌দেশ রেলও‌য়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলও‌য়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছি‌লেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
টিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।