ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন শাহীন ইকবাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন শাহীন ইকবাল

ঢাকা: রিয়ার অ্যাডমিরাল থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পূর্বক নৌ বাহিনীর নতুন প্রধান হিসেবে মোহাম্মদ শাহীন ইকবালকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান নৌ-প্রধান অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন তিনি।

শনিবার (১৮ জুলাই) আইএসপিআর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান বাংলানিউজকে বলেন, রিয়ার অ্যাডমিরাল থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে মোহাম্মদ শাহীন ইকবাল স্যার নৌ বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে তিনি ২০২৩ সালের ২৪ জুলাই পর্যন্ত দ্বায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এমআইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।