ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ১১ শতাধিক যানবাহন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ১১ শতাধিক যানবাহন 

মানিকগঞ্জ: পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে নদীপথ পারের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে আটকে আছে ১১ শতাধিক যানবাহন।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।  

জানা যায়, পাটুরিয়া ফেরি ঘাটে যাত্রীবাহী পরিবহন রয়েছে ৫০টি, ছোট গাড়ি (প্রাইভেটকার) সরাসরি ফেরিতে উঠছে এবং দু’টি ট্রাক ট্রার্মিনালে চার শতাধিক পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় আছে।

এছাড়া পাটুরিয়া-আরিচা সংযোগ মোড়ে পাটুরিয়া ঘাটের প্রবেশ মুখে আছে সাত শতাধিক পণ্যবোঝাই ট্রাক।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বাংলানিউজকে বলেন, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে পাটুরিঘা ঘাটে যানবাহনের সারি নিয়ন্ত্রণ রাখতে সাত শতাধিক পাটুরিয়ামুখি পণ্যবাহী ট্রাক উথুলী-আরিচা সংযোগ সড়কে আটকে রাখা হচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বিংলানিউজকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও দৌলতদিয়া পয়েন্টে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে পাটুরিয়া ঘাটে কয়েক শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আটকে আছে। এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।