ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লিফটের ফাঁকা জায়গায় পড়ে সাবেক সচিবের স্ত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
লিফটের ফাঁকা জায়গায় পড়ে সাবেক সচিবের স্ত্রীর মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তরায় একটি বাসার লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে সাবেক অতিরিক্ত সচিব মো. শাহজাহানের স্ত্রী সালমা পারভিনের (৬৭) মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সালমাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার চন্দ্র সাহা জানান, সন্ধ্যায় ওই নারী বাসার ছাদ থেকে নিচে নামার জন্য বাসার লিফটের সুইচ প্রেস করেন। লিফটের দরজা ফাঁকা হয়ে গেলেও লিফট আসেনি। এটি তিনি না দেখেই ভেতরে পা দেওয়ার ফলে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এজেডএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।