ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর গুড়িপাড়াকে মাদকমুক্ত ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
রাজশাহীর গুড়িপাড়াকে মাদকমুক্ত ঘোষণা

রাজশাহী: রাজশাহী মহানগরীর গুড়িপাড়া এলাকা বরবরই মাদকপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তাই ওই এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা জোনের উপ কমিশনার আরেফিন জুয়েল।

 বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তিনি ওই এলাকায় গিয়ে এ ঘোষণা দেন।

মহানগরের এক নম্বর ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে গোলজারবাগ ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য দেন।

এ সময় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ, কেশবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিট পুলিশ কার্যালয়ের উদ্বোধন শেষে কাশিয়াডাঙ্গা জোনের উপ কমিশনার আরেফিন জুয়েল মাদকবিরোধী প্রচারপত্র বিলি করেন।  

প্রচারপত্রে লেখা ছিল, ‘জীবন একটাই তাকে ভালোবাসুন। মাদক থেকে দূরে থাকুন’।

তিনি বলেন, মহানগরের এই গুড়িপাড়া মাদকমুক্ত হবে। এর নামও পরিবর্তন হবে। গুড়িপাড়া নামে কোনো এলাকাই থাকবে না। এখানে যারা বসবাস করবে তারা কেউ মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না। আর থাকলে এই এলাকায় থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।