দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি সৈকতে ভাল্লুক নামে সাঁতার কাটতে। তখন পাশের দুইজন সাঁতারু ভাল্লুকটিকে দেখে হতবাক পর্যন্ত হননি।
এর ভিডিওগ্রাহককে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ভাল্লুকটি ভলগোগ্রাদ অঞ্চলের সাধারণ একটি সমুদ্রের তীরে নেওয়া হলেই সেখানকার কয়েক শিশু এবং তাদের বাবা-মারা হাসতে থাকেন। পরে সাঁতার কাটার সময় কয়েকজন লোক এর সঙ্গে খেলাও করেন। দৃশ্যটি দারুণ।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইউরিউপিনস্ক শহরের একটি সার্কাস থেকে শাবক অবস্থায় ভাল্লুকটিকে আনা হয়েছিল। আর এই ভিডিওটি গত জুনের।
এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতেও রাশিয়ার একটি প্রত্যন্ত রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল শুধুমাত্র ভাল্লুকের ভয়ে। অসংখ্য শ্বেত ভাল্লুক মানব বসতিগুলোয় এসে হাজির হচ্ছে, এমনকি মানুষ এর হামলার শিকার হচ্ছে বলে তখন সংবাদমাধ্যমে জানানো হয়েছিল।
ভিডিও দেখতে ক্লিক করুন
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
টিএ