আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মিষ্টিকুমড়াটির ওজন প্রায় ১ হাজার ৪১ কেজি। সেখানে, বিখ্যাত গাড়িনির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশির একটি হালকা প্রাইভেটকারের ওজন ৯১৫ কেজি।
যুক্তরাষ্ট্রে সালাদ, জুস ও সবজি হিসেবে বেশ জনপ্রিয় মিষ্টিকুমড়া। বছরের এই সময়টায় দেশটির বিভিন্ন রাজ্যে মিষ্টিকুমড়ার মেলা হয়। এ বছর সবচেয়ে বড় মিষ্টিকুমড়া উৎপাদন করে প্রথম পুরস্কার জিতে নিয়েছেন কানেক্টিকাটের অ্যালেক্স নোয়েল।
পুরস্কার হিসেবে পেয়েছেন প্রায় ৭ লাখ ২২ হাজার টাকা।
এর আগে, প্রায় ১ হাজার ২০০ কেজির মিষ্টিকুমড়া উৎপাদন পুরস্কার জিতেছিলেন বেলজিয়ামের মেথিয়াস উইলেমিজিস। সেটিই এখন পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় আসা সবচেয়ে বড় মিষ্টিকুমড়া।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
কেএসডি/একে