সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ঘটেছে এ ঘটনা। ভুক্তভোগী ব্যক্তির নাম কোডি গ্রেগ।
তিনি আদালতে জানান, গত ১২ আগস্ট সাইকেলে চড়ে স্থানীয় একটি খাবারের গুদাম থেকে ফিরছিলেন তিনি। সাইকেলের পেছনে কোনো আলো (রিয়ার লাইট) না থাকায় কোডিকে থামানোর চেষ্টা করেন এক পুলিশ কর্মকর্তা। কিন্তু, তিনি ভয় পেয়ে দৌঁড়ে পালিয়ে যান। আর তার ব্যাগে গুঁড়ার প্যাকেট খুঁজে পায় পুলিশ।
পরে, মাদক বহনের অভিযোগে ২৬ বছর বয়সী ওই ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দেন আদালত।
কিন্তু, ল্যাব টেস্টের রিপোর্টে দেখা যায়, ব্যাগে পাওয়া গুঁড়ো ছিল দুধের, কোকেন নয়। অবশেষে প্রায় দুই মাস জেল খাটার পর গত সপ্তাহে মুক্তি পেয়েছেন কোডি গ্রেগ।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
একে