ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

রোনালদোর প্রেমিকার মাসিক হাতখরচ ৮৭ লাখ টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
রোনালদোর প্রেমিকার মাসিক হাতখরচ ৮৭ লাখ টাকা

একজন সাধারণ মানুষের হাতখরচ কত হতে পারে? সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা মুশকিল হলেও আন্দাজ করা যায়। কিন্তু যারা বিলিয়ন ডলার আয় করেন তাদের হাতখরচ সম্পর্কে ধারণা করাও একটু কঠিন ব্যাপার। 

জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার জীবনে নারী সঙ্গের কোনও অভাব নেই।

তবে ফুটবলের এই মহাতারকা মজেছেন জর্জিনা রদ্রিগেজে। বিয়ে না করেও তারা একসঙ্গে আছেন প্রায় ৫ বছর। সন্তানও জন্ম দিয়েছেন তারা। তবে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।  

তো সেই বান্ধবীর পেছনে কত খরচ করেন রোনালদো? সম্প্রতি ইতালিয়ান প্রকাশনী কোররে ডেল স্পোর্টের প্রতিবেদনে বেরিয়ে এসেছে, রদ্রিগেজকে প্রতিমাসে তিনি শুধু হাতখরচাই দেন ৮০ হাজার পাউন্ড। টাকার অংকে যা ৮৭ লাখ।  

রোনালদোর আয় প্রতিবছর ৮০০ মিলিয়ন ডলারের বেশি। খেলার বাইরে বিজ্ঞাপন থেকে তিনি একটা বড় অংকের অর্থ আয় করেন।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।