ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরও

রমজানে মহানবী (সা.) যে ৪ আমল করতে বলেছেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মে ১৩, ২০১৯
রমজানে মহানবী (সা.) যে ৪ আমল করতে বলেছেন হাফেজ মাওলানা মুফতি রিয়াদুল ইসলাম শফিক। ছবি: বাংলানিউজ

খুলনা: আত্মশুদ্ধি অর্জনের মাস পবিত্র মাহে রমজান। রমজান অনেক মর্যাদা ও ফজিলতপূর্ণ মাস। এ মাসে মহান আল্লাহ বান্দার প্রতি অবিরত রহমত ও বরকত নাজিল করেন। মাগফেরাত ও নাজাত দান করেন।

নাজাত বা মুক্তি পাওয়ার জন্য বিশ্বনবি রমজানে যে ৪ আমল করার নির্দেশ দিয়েছেন, সে বিষয়গুলো বাংলানিউজের কাছে তুলে ধরেন খুলনার ঐহিত্যবাহী আল-হেরা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি রিয়াদুল ইসলাম শফিক।

তিনি বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে একজন মুমিনের জন্য আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা মাস।

 এই মাস কল্যাণময় মাস। এ মাসে পবিত্র আল-কোরআন নাজিল হয়েছিল। এ মাস তাকওয়া ও সংযম প্রশিক্ষণের মাস। এ মাস সবরের মাস। এ মাস জীবনকে সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি দেয়।

আল্লাহপাক পবিত্র কালামে ঘোষণা করেন, ‘হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার। ’ (সুরা বাকারা, আয়াত: ১৮৩)

পুরো রমজান তাসবিহ, ইসতেগফার ও দোয়ার মাধ্যমে অতিবাহিত করতে বিশেষ আদেশ দিয়েছেন প্রিয়নবী (সা.)। যাতে মানুষ এ বিশেষ আমল ও দোয়ার মাধ্যমে নিজেকে দুনিয়া ও পরকালের কল্যাণে পূর্ণাঙ্গভাবে তৈরি করতে পারেন।

বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.) রমজান মাসে বেশি বেশি করে চারটি আমল করতে নির্দেশ দিয়েছেন। মুমিন মুসলমান যদি রমজান মাস জুড়ে আল্লাহর কাছে এ ৪টি কাজ করেন, তবে দুনিয়া ও পরকাল সফলকাম হবেন।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘এই রোজার মাসে তোমরা ৪টি কাজ বেশি বেশি করো-
এক. বেশি বেশি কালেমা শাহাদাত ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়া। দুই. আল্লাহর কাছে বেশি বেশি ইসতেগফার করা। তিন. আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা। চার. জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ পবিত্র মাসে উল্লেখিত ৪টি কাজ যথাযথ করার তাওফিক দান করুন। আমিন।

রমজানবিষয়ক যেকোনো লেখা আপনিও দিতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমআরএম/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও এর সর্বশেষ