ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নাটোরে আটক জেএমবি ফজলু ৭ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
নাটোরে আটক জেএমবি ফজলু ৭ দিনের রিমান্ডে

নাটোর: নাটোরের চাঁদপুর থেকে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্য ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে ফজলুকে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আমিনের আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল হাই। এসময় শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সদর থানার চাঁদপুর পাবনাপাড়া গ্রামে নাটোর ও বগুড়ার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ফজলুর রহমানকে আটক করে।

এসময় ফজলুর বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, ৪টি পিস্তল, ৬টি ম্যাগজিন ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে বগুড়া ডিবি পুলিশের এসআই জুলহাস উদ্দিন বাদী হয়ে ফজলুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে নাটোর থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।