যশোর: যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান মিলনকে আদালত পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালতের নির্দেশ অমান্য করায় তাকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ সাজার রায় দেন। একই সঙ্গে সাজাপ্রাপ্ত চেয়ারম্যান মিলন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশও দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ২৮ আগস্ট স্বামীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন যশোর সদর উপজেলার দলেননগর গ্রামের নিজাম বিশ্বাসের মেয়ে বৃষ্টি খাতুন। তৎকালীন বিচারক অভিযোগটি গ্রহণ করে লেবতুলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলনকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন। কিন্তু, চেয়ারম্যান মিলন পরবর্তী ধার্য তারিখের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেননি। তিনি এ ব্যাপারে সময় প্রার্থনারও কোনো আবেদন করেন না আদালতে। ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি দীর্ঘ সময় অতিবাহিত হলেও তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় আদালতে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য মিলনের প্রতি আদেশ দেন বিচারক।
০২ জুলাই ধার্য দিনেও আদালতে উপস্থিত হন না চেয়ারম্যান মিলন। মামলার পরবর্তী ধার্য দিন বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তদন্ত প্রতিবেদন জমা দেননি তিনি। বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও আদালতের আদেশ অমান্য করায় চেয়ারম্যান মিলনকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এসআরএস