ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গলাচিপা পৌরসভা উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
গলাচিপা পৌরসভা উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

পটুয়াখালী: গলাচিপা পৌরসভা উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্য প্রয়াত মেয়রের ছেলে আহসানুল হক তুহিন নৌকা প্রতীকে ৬০২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন খান ধানের শীষ প্রতীকে ৮২৪ ভোট পেয়েছেন।   স্বতন্ত্র প্রার্থী আবু তালেব মিয়া নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৭৯৭ ভোট।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।

এর আগে সোমবার (৬ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হওয়া পৌরসভা উপ নির্বাচন শান্তিপূর্ণভাবে বিকেল ৪টায় শেষ হয়।

এ পৌরসভায় ১৪ হাজার ৬৬১ জন ভোটারের মধ্যে এ উপ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭ হাজার ৭১১ জন ভোটার।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।