ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘বিএনপি পা পা করে ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
‘বিএনপি পা পা করে ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে’ বক্তব্য রাখছেন শামসুজ্জামান দুদু। ছবি: কাশেম হারুন

ঢাকা: বিএনপি পা পা করে ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (২১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘স্বাধীনতা অধিকার অন্দোলন’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি পা পা করে ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিচ্যুত হচ্ছে।

আগামী নির্বাচনে ২০ দলীয় জোট ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ পরাজয় বরণ করবে।  

বিএনপি ২০০৮ সালে জিতেছে কিন্তু ষড়যন্ত্রের কারণে ক্ষমতায় আসতে পারেনি বলেও দাবি করেন দলের এ নেতা।  

তবে আগামী নির্বাচন ‘২০১৪ সালের ৫ জানুয়ারির মতো’ হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি ডা. কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এমএফআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।