এছাড়াও বাঁশের বেড়া ও গাড়ি প্রবেশ নিয়ন্ত্রণে ব্যারিকেড দেওয়া হয়েছে। আইনজীবী, সাংবাদিক কিংবা বিএনপির নেতাদের কাউকে নিরাপত্তা তল্লাশি ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
খালেদা জিয়ার আদালতে যাওয়া-আসার পথে মৎস্য ভবন, প্রেসক্লাব, হাইকোর্ট, শিক্ষাভবন এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা গেছে।
সকাল থেকেই আদালত এলাকা ও আদালতের বাইরে পোশাকধারী পুলিশ ও র্যাবের পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়।
পুলিশের ডিসি প্রসিকিউশন আনিসুর রহমান বাংলানিউজকে জানান, খালেদা জিয়া এবং আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আদালত ও খালেদা জিয়ার নিরাপত্তায় আইন শৃঙ্খলা সব সময়ই সচেষ্ট রয়েছে। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার থেকে প্রধান ফটকেও আর্চওয়ে, বাঁশের বেড়া ও ব্যারিকেড বসানো হয়েছে। পুলিশ বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে পঞ্চম বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে খালেদা জিয়ার দুর্নীতির দুই মামলার বিচার চলছে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এমআই/এমজেএফ