ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, মে ৩০, ২০১৮
কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ সভপতি নাজমুল ইসলাম (৩২) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল ওই এলাকার আলতাফ হোসেনের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার উপ পদির্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আড়াইটার দিকে নাজমুল তার শোবার ঘরে ছিলেন। এসময় দুর্বৃত্তরা এসে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কি কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, মে ৩০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ