ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসায় প্রস্তুত বিএসএমএমইউ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, জুন ১২, ২০১৮
খালেদা জিয়ার চিকিৎসায় প্রস্তুত বিএসএমএমইউ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ জুন) সকালে বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বাংলানিউজকে বলেন, কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা ১১টার দিকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এখানে আনা হতে পারে। তার চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তার জন্য ৫১২ নম্বর কেবিন বরাদ্দ দেওয়া হয়েছে। তার চিকিৎসায় যেসব বিভাগের প্রয়োজন হবে, সেসব বিভাগের প্রধানরা উপস্থিত থাকবেন।

লালবাগ ডিভিশনের উপ-কমিশনার মো. ইব্রাহিম খান বাংলানিউজকে বলেন, কারাগারের বাইরে সব সময় পর্যাপ্ত নিরাপত্তা থাকে। কারা কর্তৃপক্ষ যদি খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যায়, তাহলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, জুন ১২, ২০১৮
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।