ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা আহত আহত অবস্থায় হাসপাতালে ইশতিয়াক। ছবি বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুরের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১০ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে উপজেলা সদরের আড়িয়ামর্দন এলাকায় হামলার শিকার হন তিনি। এতে গুরুতর আহত হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে কচুয়া বাজারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো প্রতিবাদ সভা ও ধর্মঘট পালন করছে।

ইশতিয়াক রেজা উপজেলা সদরের মৃত আবুল বাসার হাজরার ছেলে।

ইশতিয়াকের চাচি জানান, ভোরে ঢাকা থেকে কচুয়া আসার পর ভ্যানে বাড়ি ফিরছিলেন ইশতিয়াক। পথে আরিয়ামর্দন এলে চার-পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত ভ্যান থামিয়ে তাকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির জানান, ছাত্রলীগ নেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া হামলাকারীদের শনাক্ত ও ধরার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ