ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

চলছে ডিএনসিসি নির্বাচনে জাপার মনোনয়ন বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
চলছে ডিএনসিসি নির্বাচনে জাপার মনোনয়ন বিতরণ মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে অংশগ্রহণকারীদের কাছে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি।

রোববার (২৭ জানুয়ারি) জাপার বনানী কার্যালয়ে মনোনয়ন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী।

এসময় তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টির প্রার্থীরা অনেক ভালো করবেন।

জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। তাই সব নির্বাচনেই জাতীয় পার্টি অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, ঢাকা মহানগর উত্তর-এর দফতর সম্পাদক মোঃ আনিস উর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক- হাজী নাসির উদ্দিন সরকার, মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার প্রমুখ।

এসময় ফয়সল চিশতির কাছ থেকে ঢাকা উত্তর সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হবে। বিতরণ কার্যক্রম চলবে ২৮ জানুয়ারি সোমবার পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩৫৪  ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।