ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা মান্নানের স্ত্রী আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
বিএনপি নেতা মান্নানের স্ত্রী আর নেই

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নানের স্ত্রী সাজেদা বেগম (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৭টায় রাজধানীর তেজগাঁও এলাকায় ইমপালস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী আব্দুল মান্নান ও একমাত্র ছেলে মনজুরুল করিম রনিকে রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর গাজীপুরের সালনা গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ইমপালস হাসপাতাল থেকে বেলা পৌনে ১২টায় দৈনিক দিনকাল পত্রিকার বার্তা সম্পাদক রাশেদুল হক বাংলানিউজকে বলেন, কিছুক্ষণের মধ্যে মরহুমার মরদেহ বারিধারার বাসায় নিয়ে যাওয়া হবে। দুপুরের দিকে গাজীপুরে নেওয়া হবে। সেখান থেকে তাকে সালনা গ্রামে নেওয়া হবে। পরে বাদ আছর জানাজা হবে।  

বাংলাদেশ সময় ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।