শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আহমদনগরে আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘বাংলাদেশ কেবল সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ দেশ নয়, বাংলাদেশের সংবিধান সব মানুষের, সব ধর্মের মানুষের চিন্তার স্বাধীনতা দিয়েছে।
সেই দিনের ঘটনায় জড়িতরা যেই হোক, তাদের বিচারের আওতায় আনার দাবি জানান রাশেদ খান মেনন।
এসময় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলীসহ ওয়ার্কার্স পার্টি এবং বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
গত ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বার্ষিক সালানা জলছা বন্ধের দাবিতে পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের অনুসারীদের ওপর হামলা করা হয়। এসময় আহমদিয়া সম্প্রদায়ের কিছু বাড়ি এবং দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
জিপি