ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ব্যাংককে নেওয়া হচ্ছে অসুস্থ সানাউল্লাহ মিয়াকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
ব্যাংককে নেওয়া হচ্ছে অসুস্থ সানাউল্লাহ মিয়াকে সানাউল।লাহ মিয়াকে দেখতে তার বাসায় বিএনপি নেতারা

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়া হচ্ছে। 

বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাকে ব্যাংকক নেওয়া হবে বলে তার স্ত্রী রানু আক্তার জানিয়েছেন।

গত ১১ জানুয়ারি স্ট্রোক করে প্যারালাইজড অবস্থায় বাসায় আছেন বিএনপির এই নেতা।

একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী। তার শরীরের বাম পাশ অবশ হয়ে গেছে। তিনি কথাও বলতে পারছেন না।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পান্থপথের আগোরা বিল্ডিংয়ের বাসায় অসুস্থ সানাউল্লাহ মিয়াকে দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা সম্পাদক (এনসিএ) ড. আবদুল হাই সিদ্দিক, ডিইউজের সদস্য অলিদ সিদ্দিকী তালুকদার, যুবদল নেতা ওমর মিস্ত্রি, বিএনপি নেতা আবদুল খালেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।