বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাকে ব্যাংকক নেওয়া হবে বলে তার স্ত্রী রানু আক্তার জানিয়েছেন।
গত ১১ জানুয়ারি স্ট্রোক করে প্যারালাইজড অবস্থায় বাসায় আছেন বিএনপির এই নেতা।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পান্থপথের আগোরা বিল্ডিংয়ের বাসায় অসুস্থ সানাউল্লাহ মিয়াকে দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা সম্পাদক (এনসিএ) ড. আবদুল হাই সিদ্দিক, ডিইউজের সদস্য অলিদ সিদ্দিকী তালুকদার, যুবদল নেতা ওমর মিস্ত্রি, বিএনপি নেতা আবদুল খালেক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এমএইচ/এমজেএফ