ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

মুজিবনগর সরকারের স্বপ্ন বাস্তবায়ন করছেন শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
মুজিবনগর সরকারের স্বপ্ন বাস্তবায়ন করছেন শেখ হাসিনা

মেহেরপুর: ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠিত সরকার যে স্বপ্ন নিয়ে যাত্রা করেছিল, সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে বঙ্গবন্ধুরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) মুজিবনগরের শেখ হাসিনা মঞ্চে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আমু এ কথা বলেন।  

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা বলেন, শেখ হাসিনার যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি সম্মানিত হচ্ছে।

বিশ্বের দিকে তাকালে দেখতে পাবেন রক্তে অর্জিত বাংলা ভাষার সম্মানে ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি সারাবিশ্বে পালিত হচ্ছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে মর্যাদা লাভ করেছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। বাঙালি জাতিকে আজ বিশ্বের দরবারে সমাদৃত করেছে।  

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আওয়ামী লীগ নেতা এস এম কামাল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য শাহীদুজ্জামান খোকন, সাইফুজ্জামান, আব্দুর রহমান, আব্দুল হাই, সরোয়ান জাহান বাদশা, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন প্রমুখ।

এর আগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানের ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও আমির হোসেন আমু।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।