ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মে ৯, ২০১৯
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
  
কর্মসূচির মধ্যে রয়েছে, ২২ মে সকাল ৬টায় নয়াপল্টনে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে।

ওইদিন সকাল ১০টায় জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করবেন দলের সিনিয়র নেতারা। একইদিন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে বিনামূলে চিকিৎসা দেয়া, মহানগর বিএনপির উদ্যোগে দরিদ্রদের মধ্যে খাবার ও ইফতার বিতরণ করা হবে।
 
বিএনপির সহযোগী সংগঠন জাতায়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোকচিত্র প্রদর্শনী হবে। এছাড়া সারাদেশে অঙ্গ ও সহযোগী সংগঠনের শাখা সমূহের সুবিধা অনুযায়ী সময়ে আলোচনা সভার আয়োজন করবে।
 
যৌথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ০৯, ২০১৯ 
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।