বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠকারী এম এ হান্নানের স্মরণে আয়োজিত সভায় তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর মৃত্যুর পর হঠাৎ একদিন শুনতে পেলাম জিয়াউর রহমান না-কি স্বাধীনতার ঘোষক। বিএনপি রাজনীতিই মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত। বিএনপির জন্মও অবৈধ। প্রথমে তারা সংসদে শপথ না নেওয়ার কথা বললেও এখন মহিলা সংসদ সদস্যের ভাগটাও তারা ছাড়েনি। সংসদে শপথ গ্রহণ করে আবার এ সংসদকে অবৈধ বলে।
এম এ হান্নান স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কক্সবাজারের প্রবীণ আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী ও এম এ হান্নানের ছেলে সৈয়দ মাহফুজুল হক প্রমুখ।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম।
বাংলাদেশের সময়: ১৬১১ ঘণ্টা, জুন ২০, ২০১৯
আরকেআর/ওএইচ/